Tuesday, January 28, 2014

Some Babies are Born with Teeth - নেপোলিয়ান ও জুলিয়াস সিজারের জন্ম দাঁত ।

Some Babies are Born with Teeth

নেপোলিয়ান ও জুলিয়াস সিজারের জন্ম দাঁত ।

দাঁতের মাধ্যমে মানুষ বয়স নির্ণয় করা  যায় , এটা  ঠিক ।
কিন্তু ,
 যদি  সদ্য  ভূমিষ্ট একটি বাচ্চা দাঁত নিয়ে জন্মায় ,
তার  বয়স কিভাবে  নির্ণয় করবো ??



দন্ত  বিশেষজ্ঞ কিংবা  ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞরা ভাল বলতে পারেন ।



সাধারণত  জন্মের  পর দাঁত উঠে ,

কিন্তু  প্রতি ২ হাজারে ১ জন  শিশু নেটাল  টীথ নিয়ে জন্মায় ,
এমনটি  হওয়ার রহস্য কি ?

আপনারা নিশ্চয় নেপোলিয়ান  ও  জুলিয়াস সিজার এ দুজন  ব্যক্তির নাম  শুনেছেন ।

তাঁরা তাঁদের স্বীয়-কর্মে যেমন ব্যতিক্রম ,
তেমনি  জন্মানোর সময় একটু ব্যতিক্রমভাবে, জন্মেছিলেন  ।
তাঁরা  দু জনই  প্রতি ২ হাজার মানুষের ব্যতিক্রমের ২ জন ।
তাঁদের জন্ম ঘটে ছিলো নেটাল টিথ নিয়ে ।।

এ  ২ মহান ব্যক্তির  জন্ম- দাঁত গুলো  কি  সাধারণ দাঁত ছিলো,

নাকি  আক্কেল দাঁত  ছিলো বুঝা মুশকিল ।

২ জনের  নেটাল টীথগুলো আক্কেল দাঁত ভাবার পেছনে আমার কাল্পনিক যুক্তি ঃ-


জুলিও সিজারের জন্ম যদিও খ্রীষ্ট-পূর্ব ১০০ বছর পূর্বে ,

অন্যদিকে নেপোলিয়ানের জন্ম খ্রীষ্টের ১৭৬৯ বছর পর ।

মাত্র ৩৫ বছর বয়সে ফ্রান্সের সম্রাট ও ইতালির রাজা হয়েছিলেন  নেপোলিয়ান বোনাপার্ট ।

আর জুলিও  সিজার কেবল রোমান  লেখক নন , রোমান  ডিক্টেটর ও  ছিলেন ।

নেপোলিয়ান বেঁচেছিলেন মাত্র ৫১ বছর ,

আর জুলিও বেঁচেছিলেন ৫৫ বছর ।
সেই ক্লাস  সেভেন  থেকে নেপোলিয়ান নিয়ে অনেক কিছু জেনেছি ,
মেডিকেল রিলেটেড  এই  প্রথম কিছু জানতে পারলাম ,
তাই নেপোলিয়ানের জন্ম-দাঁত  নিয়ে  কিছু লিখার চেষ্টা করলাম ।











Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support

সকল