Download

Download most essential Medical books

Doctors

Doctor Details

News

details

Doctors Chamber>

Doctors Chamber address

Everything

Everything

Friday, January 31, 2014

Medical - মেডিকেলে সবচেয়ে বড় সার্কাসের নাম কি বলতে পারেন ?


মেডিকেলে সবচেয়ে বড় সার্কাসের নাম কি বলতে পারেন ?

আমি দৃষ্টিতে , সেন্ট্রাল OSPE পরীক্ষা  ।

একদল পরীক্ষার্থীকে সারিবদ্ধভাবে, 

লাইন ধরে দাঁড় করিয়ে রাখা হয় ,

কিছুক্ষন পর তাদের OSPE রুমে ঢুকানো হয় ,
Share:

Tuesday, January 28, 2014

Cricket- বাংলাওয়াশের ভয়ে টাস্কি খেয়ে গেলেন শ্রী নিবাসন

মনে মনে,
 এও ভাবছে ,
বাংলাদেশের মহিলারা যদি এমন ধোলাই দে,
না জানি !!  টাইগাররা কেমন  ধোলাই দিবে !!!
তার চেয়ে  ভালো আগে-বাগে  ক্রিকেট ত্থেকে কাইটা পড়ি ।।
..........................................


Share:

Some Babies are Born with Teeth - নেপোলিয়ান ও জুলিয়াস সিজারের জন্ম দাঁত ।

Some Babies are Born with Teeth

নেপোলিয়ান ও জুলিয়াস সিজারের জন্ম দাঁত ।

দাঁতের মাধ্যমে মানুষ বয়স নির্ণয় করা  যায় , এটা  ঠিক ।
কিন্তু ,
 যদি  সদ্য  ভূমিষ্ট একটি বাচ্চা দাঁত নিয়ে জন্মায় ,
তার  বয়স কিভাবে  নির্ণয় করবো ??



দন্ত  বিশেষজ্ঞ কিংবা  ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞরা ভাল বলতে পারেন ।

Share:

A 17 kg tumor of the spine was surgically removed

A 17 kg tumor of the spine was surgically removed 





a 53 year old patient in Beheshti Hospital of Tehran. 

The patient had presented himself late for intervention 

and the mass had increased in size resulting in nerve compression,
Share:

Monday, January 27, 2014

23 Kg Tumor of Uterus !!!


23 Kg Tumor of Uterus 


A 54 year old woman was surgically intervened at Hospital Gandulfo in Lomas de Zamora, 

Argentina, where a gynecological surgical team extracted a 23 kg tumor from her uterus. 

The weight of the tumor is comparable to the weight of a 4 year old child.


Share:

মানুষের পেটে ২০ কে.জি ওজনের টিউমার !!!

মানুষের পেটে ২০ কে.জি ওজনের টিউমার  !!!

২০ কে.জি ওজনের  টিউমার অপসারনের
সফল অপারেশন করলেন
ইরাকের  সার্জন  ডাঃ ইমদাদ আল হাসসানী ।

মানুষের পেটে ২০ কে.জি ওজনের টিউমার  !!!
এতো  অসম্ভব !!!

অসম্ভব নয় , বাস্তব সত্য  বিশ্বাস  হবে না  জানি ,
তাই ছবিটি শেয়ার করলাম ।



Share:

Sunday, January 26, 2014

মেডিকেল লাইফের Complication - তথা পার্শ্ব প্রতিক্রিয়া :.

.: মেডিকেল লাইফের Complication  - তথা  পার্শ্ব প্রতিক্রিয়া :.


১.-   শান্তি নামক মধুর শব্দটির  চির-নিদ্রায় শয়নে যাওয়া ।

২.- আইটেম , কার্ড , টার্ম , প্রফ , ওয়ার্ড ,
     ও ডিউটির যন্ত্রনায়  রাতের আরামের ঘুম হারাম হওয়া ।
Share:

Saturday, January 25, 2014

প্রয়োজনে ক্রিকেট খেলা বাদ দিয়ে দেব , তবুও বোর্ড কে বলবো যেন এই অন্যায় প্রস্তাব মেনে নিবো না ; -মাশরাফি-

"প্রয়োজনে ক্রিকেট খেলা বাদ দিয়ে দেব , 
তবুও বোর্ড কে বলবো যেন এই অন্যায় প্রস্তাব মেনে না নেয়" -মাশরাফি-

মাশরাফিকে নিয়ে বিশেষ ২ টি দিনের কথা শেয়ার করলাম ,
২০০৪ সালের এক ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে,
যখন ১ ওভারে ৪ টি ছক্কা হাকালেন ।
সে সময় থেকেই দেওয়ানা ।
আর ২০০৭ সালের বিশ্বকাপে যখন শেবাগের স্ট্যাম্প উড়িয়ে দিলো ,
তখন হয়ে গেলাম মজনু .
Share:

Thursday, January 23, 2014

Books - প্রাথমিক চিকিৎসা/প্রতিবিধান এর যাবতীয় ব্যাসিক …+ এর উপর ৮০ পৃষ্ঠার পরিপূর্ণ বাংলা বই (ছবি সহ)

বাঁচতে হলে জানতে হবে ...। আপনার এই সামান্য জ্ঞান একটা মানুষের বড় কোন ক্ষতির হাত থেকে রক্ষা করবে ...
" সবাইকে বিশেষ ভাবে অনুরোধ করছি আপনারা আপনাদের ফেসবুকে এই পোস্টটা অবশ্যই শেয়ার করবেন ..."
মনে রাখবেন আপনার এই শেয়ার একটা মানুষের জীবন বাঁচাতে পারে ...
প্রথমে মনে করেছিলাম পিডিএফ আকারে দিব ... পরে আপনাদের পড়ার অসুবিধার কথা চিন্তা করে টেক্সট হিসাবে দিলাম ...।
▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬
প্রাথমিক চিকিৎসা বা প্রতিবিধান চিকিৎসাশাস্ত্রের একটি অংশ। প্রাথমিক চিকিৎসা হচ্ছে হঠাৎ কোনো পীড়া বা দৈব দুর্ঘটনায় হাতের কাছের জিনিসের দ্বারা রোগীকে প্রাথমিকভাবে সাহায্য করা, যাতে ডাক্তার আসার আগে রোগীর অবস্থার অবনতি না ঘটে বা জটিলতা সৃষ্টি না হয়। অর্থাৎ যেকোনো আকস্মিক দুর্ঘটনায় প্রথম শুশ্রূষা এবং সংক্ষিপ্তউপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে যে ব্যবস্থা গ্রহণ করা হয়, তাকে প্রাথমিক চিকিৎসা / প্রতিবিধান বলা হয়।
▬▬▬▬▬▬





রক্তক্ষরণ :

▬▬▬▬▬▬
রক্ত হলো এক প্রকার তরল পদার্থ। এর রং লাল। হিমোগ্লোবিন নামক লাল রঞ্জক পদার্থের উপস্থিতিতে রক্তের রং লাল দেখায়। শরীরের কোনো স্থানে আঘাতের ফলে বা কেটে গেলে যে ক্ষতের সৃষ্টি হয়, এবং সেই ক্ষত হতে যে রক্ত বের হয়, তাকে রক্তক্ষরণ বা রক্তপাত বলে। বিভিন্নভাবে রক্তক্ষরণ হতে পারে যেমন-
Share:

Sunday, January 19, 2014

ম্যালেরিয়ার টিকার খোঁজে গবেষণা

 ম্যালেরিয়ার কথা নতুন করে বলার প্রয়োজন নেই৷ মশা-মাছি নিয়ে ঘর করাটা অনেকের কাছে স্বাভাবিক৷ ‘মশা মারতে কামান দাগা’-র মতো প্রবচনেই তো লুকিয়ে রয়েছে বাঙালি জীবনে ম্যালেরিয়ার কাহিনি৷ কিন্তু সেই ম্যালেরিয়ার বিরুদ্ধে টিকা?

মশার কামড় শেষমেষ মৃত্যু ডেকে আনতে পারে, কেননা স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালিগন্যান্ট প্যারাসাইট থাকে, যা থেকে ম্যালেরিয়া রোগ হয়৷ একশো'টির কম প্যারাসাইট থেকেই এই মারাত্মক প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে৷ রক্তের মাধ্যমে ম্যালেরিয়ার প্যাথোজেন যকৃতে পৌঁছয়৷ সেখানে তারা বাসা বাঁধে, বংশবৃদ্ধি করে, বিভক্ত কোষগুলির মাধ্যমে রক্তে গিয়ে পৌঁছয়৷
Share:

Saturday, January 18, 2014

Telescope - আজকের বিষয় টেলিস্কোপ

আস-সালামু-আলাইকুম।
কেমন আছেন সবাই?আশা করি আল্লাহ তায়ালার রহমতে ভালোই আছেন।
বিচিত্র বিশ্ব নিয়ে ধারাবাহিক টিউনের আজ লিখবো ৪র্থ পর্ব নিয়ে।আজকের বিষয় টেলিস্কোপ।আপনাদের সাহায্য আর দোয়া পেলে আরো ভালো লিখতে পারবো আশা করি।

টেলিস্কোপ কি?

টেলিস্কোপ হচ্ছে একটা আলোর বক্স।এটা আয়না অথবা লেন্সের মাধ্যমে মহাকাশের বিভিন্ন বস্তুর আলো সংগ্রহ করে।একটা প্রধান আয়না তার থেকে অপেক্ষাকৃত ছোট আয়নায় উক্ত বস্তুর প্রতিফলন ঘটিয়ে বস্তুর অবস্থান দৃশ্যমান করে তোলে।

টেলিস্কোপের ধরন

রিফ্রেক্টিং টেলিস্কোপ (Refracting Telescope):

আমরা সচরাচর যে টেলিস্কোপ দেখি সেটা এই টেলিস্কোপ।এই টেলিস্কোপ একটা বড় লেন্সের মাধ্যমে আলোর প্রতিসরন ঘটিয়ে দুরের বস্তুকে ছবির আকারে দৃশ্যমান করে।
Share:

Disease Name - রোগের নাম ‘চেহারা মনে না রাখা

সিলভিয়া টিপমানের এমন রোগ আছে৷ জার্মানির কেমনিটৎস শহরের ২৯ বছর বয়স্ক এই জৈব তথ্যবিজ্ঞানী মানুষের মুখ বা চেহারা মনে রাখতে পারেন না৷ মনস্তত্ত্ববিদরা এই রোগের নাম দিয়েছেন ‘প্রোসোপ্যাগনোসিয়া' সহজ করে বললে, চেহারা মনে না রাখা৷


টিপমান একটি ঘটনার উল্লেখ করে বলেন, ‘‘একবার রাস্তায় এক স্প্যানিশ মহিলার সঙ্গে দেখা৷ তিনি হেসে সম্ভাষণ জানালেন৷ আমি মনেই করতে পারলাম না, ব্যক্তিটি কে? আসলে তিনি আমার স্প্যানিশ ভাষার টিউটর৷ স্প্যানিশ শেখার জন্য তার কাছে যাই আমি৷ ইতোমধ্যে তিনবার দেখা হয়েছে৷ বিষয়টি খুব অস্বস্তিকর৷''
Share:

Friday, January 17, 2014

Galaxy শব্দটি এসেছে গ্রীক শব্দ থেকে.. details

আস-সালামু-আলাইকুম।
কেমন আছেন সবাই?আশা করি আল্লাহ তায়ালার রহমতে ভালোই আছেন।
বিচিত্র বিশ্ব নিয়ে ধারাবাহিক টিউনের আজ লিখবো ৩য় পর্ব নিয়ে।আজকের বিষয় মহাকাশের ছায়াপথ।আপনাদের সাহায্য আর দোয়া পেলে আরো ভালো লিখতে পারবো আশা করি।

ছায়াপথঃ

  • Galaxy শব্দটি এসেছে গ্রীক শব্দ থেকে।ছায়াপথ হলো বিশাল আকারের তারা ব্যবস্থা যা তৈরি হয় তারা, প্রচুর পরিমান গ্যাস এবং ধুলার সমন্বয়ে।
  • মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন তারার সমন্বয়ে ছায়াপথের আকার ও আকৃতির সৃষ্টি হয়।
Share:

Insulin - ডায়াবেটিসের ইনসুলিন পিল আবিষ্কার, দাবি ভারতীয় বিজ্ঞানীদের

 ভারতীয় বিজ্ঞানীদের অবদানে এবার উল্লেখযোগ্য মোড় নিতে চলেছে ডায়াবেটিস বা মধুমেহ রোগের চিকিৎসা। দীর্ঘদিন ধরে যে বিষয়ে সারা বিশ্বের চিকিৎসাশাস্ত্র কাজ করছে, সেই ইনসুলিনের পিল তৈরির কাজ প্রায় সম্পূর্ণ বলে জানিয়েছেন ভারতীয় বৈজ্ঞানিকদের সংগঠন। এর ফলে প্রতিদিন শরীরে ইনসুলিন ইঞ্জেকশন নেয়ার যন্ত্রণা থেকে মুক্তি পাবেন ডায়াবেটিসে আক্রান্তরা।


ডায়াবেটিসের চিকিত্সায় ইনসুলিনের আবিষ্কার পেরিয়ে গিয়েছে প্রায় ১০০ বছর। কিন্তু এখনো ইনসুলিন নিতে হলে শরীরে সুঁচ ফোটানোর যন্ত্রণা সহ্য করতেই হয়। ১৯৩০ থেকেই ইনসুলিন পিল আবিস্কারের চেষ্টা চালাচ্ছেন বৈজ্ঞানিকরা। কিন্তু ইনসুলিনের ট্যাবলেটের মতো করে শরীরে প্রবেশ করালে তা রক্তে মিশে কাজ শুরু করার আগেই আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ইনসুলিনকে ভেঙে দেয়। ফলে কোনো লাভ হয় না। অবশেষে ভারতীয় বৈজ্ঞানিকরা এই সমস্যার সমাধান পেয়েছেন বলে দাবি।
Share:

Thursday, January 16, 2014

Cancer - স্তন ক্যানসার রোগীদের জন্য সতর্কবার্তা

 স্তন ক্যানসার হলে একটা সময় অস্ত্রোপচার করাতে হয়৷ তারপর যেসব ওষুধ খেতে হয় তার মধ্যে খুব জনপ্রিয় এবং কার্যকর একটা ওষুধই আতঙ্কের জন্ম দিয়েছে৷ দেখা গেছে, ওষুধটি খেয়ে অন্য বিপদ হয়েছে অনেকের৷
 Android Version


ওষুধটির নাম জেলোডা।সুইজারল্যান্ডের হফমান-লা রশ কোম্পানির এই ট্যাবলেট অনেক দিন ধরেই স্তন ক্যানসার রোগীদের খেতে দেয়া হয়৷ ক্যানসার আক্রান্ত স্তনে অস্ত্রোপচারের পর এ ট্যাবলেট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেলে উপকারও হয়৷ এতদিন উপকারের দিকটাই দেখে এসেছেন সবাই৷ কিন্তু সম্প্রতি ক্যানাডায় অনেকে স্তনে অস্ত্রোপচারের পর এ ট্যাবলেট খেয়ে পড়েছেন নতুন এবং বিপদজনক এক সমস্যায়৷ তাঁদের এক ধরণের চর্মরোগ হচ্ছে, যার নাম স্টিভেনস-জনসম সিন্ড্রোম।
Share:

The Earth- মাহাবিশ্বের অজানা রহস্য !!

আস-সালামু-আলাইকুম।
কেমন আছেন সবাই?আশা করি আল্লাহ তায়ালার রহমতে ভালোই আছেন।
বিচিত্র বিশ্ব নিয়ে একটা ধারাবাহিক টিউন শুরু করেছি। আপনাদের সাহায্য আর দোয়া পেলে আরো ভালো লিখতে পারবো আশা করি।
আজ লিখবো এর দ্বিতীয় পর্ব নিয়ে।আজকের বিষয় হলো আমাদের এই মহা বিশ্ব।এই পর্ব টা আমার আগে শুরু করা উচিত ছিলো।যাই হোক,শুরু করা যাক

মহাবিশ্বের সৃষ্টিঃ

  • একেবারে শুরুর দিকে এই মহাবিশ্ব ছিলো গরম এবং ঘন বিকিরনের শক্তি।
  • সেকেন্ডের এক হাজার ভাগের একভাগ সময়ে ছোট ছোট বিকিরন ছোট ছোট শক্তি উৎপন্ন করে যা দুইটি নতুন শক্তির সৃষ্টি করে যাকে আমরা হাইড্রোজেন এবং হিলিয়াম নামে চিনি।
Share:

Blood Pressure - উচ্চ রক্তচাপে ভুগছে বিশ্বের বেশির ভাগ লোক

 বেশিরভাগ লোকই জানে না, তারা হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপে ভুগছে। বিশ্বব্যাপী এক গবেষণার পর আমেরিকার একদল গবেষক নতুন এ তথ্য জানিয়েছেন।


তারা বলেন, বিশ্বব্যাপী জরিপ চালিয়ে দেখা গেছে, বেশিরভাগ লোকই জানে না, তারা উচ্চ রক্তচাপে আক্রান্ত। গবেষণাকালে অধিকাংশের শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে তাদের তাত্ক্ষণিক চিকিৎসাও দেয়া হয়েছে।
Share:

Stomach Watch - ঘড়ি ধরে চলে পাকস্থলি, জানিয়ে দেয় খাওয়ার নির্দিষ্ট সময়

 আপনি নির্ঘাৎ আপনার বাঙালি সত্ত্বা বজায় রেখে সময়ের বিষয়ে বেশ অজ্ঞান। কিন্তু জানেন কি আপনার পাকস্থলিটি রীতিমত টাইম মেনে চলে। পাকস্থলি নির্দিষ্ট সারকাডিয়ান রিদম মেনে চলে। নির্দিষ্ট সময় অন্তর অন্তর কখন খেতে হবে পাকস্থলিই সেটা ঠিক করে দেয়। জার্নাল অফ নিউরোসায়েন্স-এ প্রকাশিত একটি গবেষণাপত্র থেকে এমনটাই জানা যাচ্ছে।
 DownLoad software


অস্ট্রেলিয়ার অ্যাডেলেড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাদের গবেষণার মাধ্যমে দেখিয়েছেন কীভাবে পাকস্থলি মস্তিষ্ককে সংকেত পাঠায় যে সে এখন পরিপূর্ণ আছে না খালি। অর্থাৎ খাওয়ার সময় নির্দেশ করে।

পাকস্থলীতে অবস্থিত স্নায়ুগুলি কীভাবে নির্দিষ্ট সময় অন্তর অন্তর খিদের অনুভূতি তৈরি করে সেটা বোঝার জন্য আট মাস বয়সের ইঁদুরদের উপর পরীক্ষা চালিয়ে ছিলেন অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।
Share:

Wednesday, January 15, 2014

Pathology - যে কোন রোগের ইতিবৃত্ত জানতে রবিনস প্যাথলজি বইটি ডাউনলোড করুন


Robins pathology ....
যারা প্যাথলজি  সম্পর্কে ভালো ধারণা  নিতে  চান ।
তাদের  অবশ্যই  রবিনস  প্যাথলজি  বই লাগবে ।
Share:

HIV-এইচআইভির নতুন আগ্রাসী প্রজাতির খোঁজ

পশ্চিম আফ্রিকায় নতুন ধরনের এইচআইভি-র সন্ধান পেলেন বিজ্ঞানীরা৷ তাদের দাবি, নতুন প্রজাতির এই ভাইরাস ধরনে 'রিকম্বিন্যান্ট'৷ একই ভাইরাসের দু'টি ধরনের সংক্রমণ একসঙ্গে হলে তাদের মধ্যে আদানপ্রদানের ফলে জন্ম নেয় এ ধরনের ভাইরাস৷ ফলে এই ভাইরাস খালাতো ভাইদের তুলনায় অনেক বেশি আক্রমণাত্মকও৷
Share:

Cancer - ক্যানসারের চিকিৎসায় ‘ব্যক্তিগত' ওষুধ

চিকিৎসক ও গবেষকরা রোগীর শারীরিক বৈশিষ্ট্য অনুযায়ী সঠিক ওষুধ বের করার চেষ্টা করছেন৷ বিশেষ করে ক্যানসারের চিকিৎসায় এই পদ্ধতি ফলপ্রসূ হবে বলে মনে করেন তারা৷


গবেষক ফ্রাংক কিশকেল এই প্রসঙ্গে বলেন, যেকোনো থেরাপির আগে রোগটিকে শনাক্ত করা প্রয়োজন৷ তা না হলে ভুল চিকিৎসা হতে পারে৷ তার ভাষায়, ‘‘আমি তো হাড় ভাঙলে শুধু মলম দিয়ে ভালো করতে পারি না৷ এ জন্য ভাঙা হাড়কে আগের জায়গায় এনে আঁটকাতে হবে৷ তা হলেই তা জোড়া লাগবে৷''

Share:

Monday, January 13, 2014

Stroke -স্ট্রোক দেখা দিতে পারে হঠাৎ করে

হঠাৎ করে মস্তিষ্কের রক্ত সরবরাহে ব্যাঘাত ঘটলে হতে পারে স্ট্রোক৷ যেকোনো সময় যে কোনো বয়সেই ঘটতে পারে মস্তিষ্কের এই বৈকল্য৷ স্ট্রোক দুই ধরনের হয়ে থাকে৷ মস্তিষ্কের কোনো রক্তনালী ছিড়ে গিয়ে রক্তক্ষরণ হলে অথবা রক্তনালী কোনো ভাবে ব্লক হয়ে গেলে৷ দেরিতে ধরা পড়লে দুই ধরনের স্ট্রোকই বিপজ্জনক৷ এর ফলে শরীরে কোনো অংশ অসাড় হয়ে যেতে পারে৷ বাকশক্তি ও দৃষ্টিশক্তিও হারিয়ে যেতে পারে৷ এটা নির্ভর করে মস্তিষ্কের কোন অংশ স্ট্রোক হয়েছে বা আঘাতটা কতটুকু তার ওপর৷


অসংখ্য মানুষ স্ট্রোকের কবলে পড়েন
Share:

Weight - ওজন কমাতে ৫ ধরনের পানীয়

 ওজন কমাতে কত কিছুই না করেন! কখনো না খেয়ে ডায়েট অনুসরণ করা, কিংবা সকালে-বিকালে নানা ধরনের ব্যায়াম করা, কিংবা ঘাম ঝরিয়ে চর্বি গলিয়ে হাজারো নিয়মকানুন মেনে চলা। কষ্টের আর শেষ নেই। ওজন কমাতে কতকিছুই না নিয়ন্ত্রণে রাখতে হয়। এবার একটু হাফ ছেড়ে বসতে পারেন। কারণ ওজন কমানোর তুলনামূলক সহজ সমাধানও কিন্তু আছে। পাঁচ ধরনের পানীয় নিয়মিত খেলেও কিন্তু ওজন কমতে পারে।


Share:

AIDS - এইডস চিকিৎসায় নতুন দিগন্ত

এইডস সংক্রান্ত চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচনের মুখে। ওরেগন `হেলথ অ্যান্ড সায়েন্স` বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন এক ভ্যাকসিন তৈরির দাবি করেছেন যাতে শরীর থেকে মারণ এইচআইভি (হিউম্যান ইম্যুনো ডেফিসিয়েন্সি ভাইরাস) সম্পূর্ণ রূপে বিতারিত করা সম্ভব।


বাঁদরের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করে তারা অসাধারণ ফল পেয়েছেন বলে দাবি করেছেন। বাঁদরের দেহে এইচআইভি-এর সমকক্ষ এসআইভি (সিমিয়ান ইম্যুনো ডেফিসিয়েন্সি ভাইরাস) সম্পূর্ণ রূপে নির্মূল করতে সক্ষম হয়েছেন তারা।

দ্রুত মানুষের ওপর এই ভ্যাকসিনের প্রভাব পরীক্ষা করা হবে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
Share:

Malaria - ম্যালেরিয়া প্রতিরোধে নতুন সাফল্য

বিজ্ঞানীরা ম্যালেরিয়া সৃষ্টিকারী এমন একটি প্রোটিন বা এনজাইমের সন্ধান পেয়েছেন, যার চক্র থামানো গেলে ম্যালেরিয়া প্রতিরোধ বা নির্মূল করা সম্ভব৷ ওই এনজাইমের নাম ফসফেটিডাইলিনোজাইটল-ফোর-কাইনাস বা পিআইফোরকে৷


ম্যালেরিয়া রোগ হয় প্লাজমোডিয়াম গোত্রের বিভিন্ন প্রজাতির পরজীবীর কারণে৷ পরজীবীগুলো সরাসরি স্তন্যপায়ী প্রাণীকে আক্রমণ করতে পারে না৷ এর জন্য বাহক হিসেবে প্রয়োজন অ্যানোফিলিস গোত্রের স্ত্রী মশা৷ এ অণুজীবগুলো স্ত্রী মশার শুঁড়ের মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে৷ বিজ্ঞানীরা এমন একটি প্রোটিন বা এনজাইমের সন্ধান পেয়েছেন, যা ম্যালেরিয়া সৃষ্টিকারী প্লাজমোডিয়াম পরজীবী সৃষ্টির কারণ৷
Share:

Heart- বিশ্বে এই প্রথম কৃত্রিম হৃদযন্ত্রের প্রতিস্থাপন হলো ফ্রান্সে

 বিশ্বে এই প্রথম কৃত্রিম হৃদযন্ত্রের প্রতিস্থাপন হলো ফ্রান্সে। এই কৃত্রিম হৃদযন্ত্রের সাহায্যে কোনো ব্যক্তি পাঁচ বছর জীবিত থাকতে পারবে। ৭৫ বছরের এক ফরাসি নাগরিক এই প্রতিস্থাপন করান।




এই কৃত্রিম হৃদযন্ত্রটি ডিজাইন করেছে কারমেট নামে একটি ফরাসি বায়োমেডিক্যাল সংস্থা। এই হৃদযন্ত্রে লিথিয়াম-ইয়ন ব্যাটারি ব্যবহৃত হয়েছে।

Share:

ত্বক ভালো রাখার জন্যে ৫টি বিশেষ উপাদান

নিয়ম করে প্রতিমাসে  যেতে ইচ্ছে করে না। কিন্তু একেবারে ঝকঝকে স্কিন পেতেও তো আবার ইচ্ছে করে। তা হলে এখন উপায়? খুবই সহজ... বাড়িতেই করে ফেলুন স্পেশাল রূপচর্চা। এর জন্যে বেশি ছোটাছুটিও করতে হবে না। বাড়িতেই মোটামুটি পেয়ে যাবেন বেশিরভাগ উপকরণই।


লেবুর রস: বাড়িতে লেবু থাকে না এমন গৃহস্থবাড়ি খুব কমই পাওয়া যায়। সেই লেবুই আপনার ত্বকে জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করে। অতিরিক্ত তেলতেলে ভাব দূর করার পাশাপাশি ওপেন পোরস-এর সমস্যাও কমাতে সাহায্য করে। স্কিন ট্যান দূর করতেও উপকারী লেবুররস। তবে বেশিক্ষণ লাগিয়ে রাখবেন না। এতে ত্বক পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়।
Share:

Liver - রোগীর লিভারে নিজের নাম খোদাই করার অভিযোগে সাসপেন্ড হলেন অভিযুক্ত চিকিৎসক

অস্ত্রোপচারের সময় রোগীর লিভারে নিজের নাম খোদাই করার অভিযোগে সাসপেন্ড হলেন অভিযুক্ত চিকিৎসক। ঘটনার কথা কবুল করে লন্ডনের এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট পরিচালিত ইউনিভার্সিটি হসপিটালস অফ বার্মিংহাম জানিয়েছে, বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে ঘটনাটি ঘটেছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও তারা আলাদাভাবে ঘটনাটির তদন্ত করছে। তদন্ত রিপোর্ট হাতে না আসা পর্যন্ত ওই চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে।


দি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা খবরটি ছেপে জানিয়েছে, সাসপেন্ড হওয়া চিকিৎসক এখন গা ঢাকা দিয়েছেন। অভিজ্ঞ ওই মাঝ বয়সী চিকিৎসক অতি উৎসাহের বশেই অস্ত্রোপচারের পর সেলাই করার সময় রোগীর লিভারের ওপর নিজের নাম স্বাক্ষর করেন। প্রাথমিক তদন্তে অনুমান, কাঁচি বা ভোঁতা ছুরির সাহায্যেই তিনি ওই কুকর্মটি করেছেন। অপারেশনের পর রোগী অস্বস্তি ও ব্যথা অনুভব করায় কয়েকটি পরীক্ষার পর ব্যাপারটি ধরা পড়ে।
Share:

Kidney- গবেষণাগারে তৈরি কৃত্রিম কিডনি

গবেষণাগারে তৈরি হৃদপিণ্ডের সফল প্রতিস্থাপনে হই হই গোটা বিশ্বে৷ 

কিন্ত্ত সেই সাফল্যের আগে, অকেটা নিশ্চুপেই তৈরি হয়েছিল কৃত্রিম কিডনি৷ জৈব কিডনির সঙ্গে ব্যবহারিক এবং চারিত্রিক কোনো তফাৎ নেই এর৷ শুধু আয়তনে প্রকৃত কিডনির অতি ক্ষুদ্র সংস্করণ৷ অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডের ইনস্টিটিউট ফর মলিকিউলার বায়োসায়ন্স গবেষকরা স্টেম সেলের সাহায্যে ল্যাবরেটরির পেট্রি ডিসের কৃত্রিম পরিবেশে এই ক্ষুদ্র কিডনি সৃষ্টি করতে সক্ষম হয়েছেন৷ গবেষকদের আশা ভবিষ্যতে কিডনি বিকল হওয়া রোগীদের নতুন জীবন দেবে যুগান্তকারী এই কৃত্রিম কিডনি৷ একই সঙ্গে কিডনির ওপর কোন ওষুধের প্রভাব কেমন, তাও বোঝা সম্ভব হবে কৃত্রিম এই কিডনি দিয়েই৷
Share:

Cancer - ছ'দিনে সেরে উঠবে ক্যান্সার।

ছ'দিনে সেরে উঠবে ক্যান্সার।
 লন্ডনের বিজ্ঞানীরা এমন একটি ওষুধ বানাচ্ছেন, 

যার প্রয়োগে মাত্র ছয় দিনে ক্যান্সার ঠিক হয়ে যাবে। বৃটেনের বিজ্ঞানীদের তৈরি একটি ওষুধ মাত্র ৬ দিনের মধ্যে ইঁদুরের প্যানক্রিয়াটিক ক্যান্সার সারিয়ে তোলে। মনে করা হচ্ছে, এক দশকের মধ্যেই এই ওষুধ মানুষের ব্যবহারোপযোগী করে তোলা যাবে।
Share:

Diabetes - ডায়বেটিস রোগীদের অঙ্গচ্ছেদ কতটা জরুরি?

আমাদের শরীরে কোথাও কোনো সমস্যা হলে, ব্যথা বেদনা তা জানিয়ে দেয়৷ ডায়বেটিস রোগীদের ক্ষেত্রে এই অনুভূতিটা অনেক সময় কাজ করে না৷ এর ফলে ক্ষতটা সংক্রমিত হতে থাকে৷ তাই প্রায়ই অঙ্গ-প্রত্যঙ্গ কেটে ফেলতে হয়৷
Share:

Cold Drinks - কোল্ডড্রিঙ্ক বাড়িয়ে দেয় কিডনি বিকল হওয়ার আশঙ্কা

আপনি কি অতিরিক্ত কোল্ডড্রিঙ্ক প্রেমী? গরমের হাত থেকে বাঁচতে অথবা নেহাতই শখে কোল্ডড্রিংক আপনার রোজকার ডায়েটের অবিচ্ছেদ্দ্য অঙ্গ কোল্ডড্রিংক? তাহলে এবার একটু সাবধান হন। সাম্প্রতিক গবেষণায় প্রকাশ্যে এসেছে কোল্ডড্রিংক (যেকোনো সফট ড্রিঙ্ক) আপনার কিডনির পক্ষে অত্যন্ত ক্ষতিকর। খাবারে প্রয়োজনের অতিরিক্ত চিনিও কিডনির স্বাভাবিক কার্যক্ষমতা হ্রাস করে।


জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাদের সাম্প্রতিক গবেষণার মাধ্যমে দেখিয়েছেন দিনে দু`বোতল কোল্ডড্রিঙ্ক প্রোটিনিউরিয়ার (মূত্রের মাধ্যমে অতিরিক্ত প্রোটিনের নির্গমন) কারণ হয়। প্রোটিনিউরিয়া কিডনির স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট হওয়ার নির্দেশক।

Share:

কানের ভিতরে তেলাপোকার সন্ধান

কানের ভিতরে  তেলাপোকার  সন্ধান 

ঘটনাটি ঘটেছে  অষ্ট্রেলিয়ার  নাগরিক হেন্দ্রিক হেলমারের ।
প্রচন্ন ব্যথায় রাতের ঘুম ভাঙ্গে হেন্দ্রিকের ,

তার ধারনা ছিলো  ঘুমের সময় মাকড়সা তার কানে প্রবেশ করেছে ,
তাই সে অনেক চেষ্টা করে ব্যথা দূর করতে না পেরে , ডাক্তারি পরামর্শ নেন ।
Share:

Saturday, January 11, 2014

কিছু ইংরেজি শব্দের মজার তথ্য -funny English words

►80 কে letter marks বলা হ্য় কারণ L=12, E=5, T=20, T=20, E=5, R=18(অক্ষরের অবস্হানগত সংখ্যা) সুতরাং 12 5 20 20 5 18=80

►ইংরেজি madam ও reviver শব্দকে উল্টো করে পড়লে একই হবে।
►“a quick brown fox jumps over the lazy dog” বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে।
►“ i am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।
►“Education” ও “Favourite” শব্দে সবগুলো vowel আছে। 


►“Abstemious ও Facetious ” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে।
►ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Q এর পরে u আছে।
►একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে দীর্ঘ শব্দ হল Uncopyrightable।
►Rhythm সবচেয়ে দীঘ ইংরেজি শব্দ যার মধ্যে vowel নাই।
Share:

২ মিনিট সময় দিন- বদলে যাবে আপনার জ্ঞানের জগৎ

মনটাকে কোন বিষয়ে স্থির করতে চাচ্ছেন কিন্তু পারছেন না। মন এক চিন্তা থেকে আরেক চিন্তায় ঘুরে বেড়াচ্ছে। হয়ত ভাবতে চাচ্ছেন  লেখার নতুন কোন বিষয় নিয়ে কিন্তু কিছুতেই মাথা কাজ করছে না, মনে পড়ে যাচ্ছে এ সংশ্লিষ্ট আরো অনেক কথা। এক সময় হাল ছেড়ে দিলেন। নামাজ পড়তে গেলেন, নামাজ থেকে মন বন্ধুদের আড্ডায় চলে যাচ্ছে। কেন এমন হয়?


মন কী?: মন এমন এক বস্তু যা দেখা যায় না, ছোঁয়া যায় না, ল্যবরেটরীতে টেস্টটিউবে ভরে পরীক্ষাও করা যায় না, তবে অনুভব করা যায়। একে আমরা আমাদের কম্পিউটারের সাথে তুলনা করে দেখতে পারি। কম্পিউটারের দুটো অংশ- হার্ডওয়্যার ও সফটওয়্যার। হার্ডওয়্যার ধরা যায়, দেখা যায়, ছোঁয়া যায় কিন্তু সফটওয়্যার ? এর অস্তিত্ব আছে তবে ধরা ছোঁয়া যায় না। এটা না হলে কম্পিউটার চালানো ও যায় না। ঠিক তেমনি মন ও মানুষের সব কিছুর নিয়ন্তা। মনের ৩ টি অংশ আছে- ১. সচেতন মন ২. অবচেতন মন ৩. অচেতন মন।
Share:

LASIK , কী এবং কিভাবে করা হয় ??

LASIK যার পূর্ণরুপ হলো Laser-Assisted in Situ Keratomileusis।
LASIK  হল LASER এর সাহায্যে চোখের এক ধরনের অস্ত্রোপচার অর্থাৎ এর মাধ্যমে চোখের কর্নিয়ায় LASER রশ্নি ফেলে কর্নিয়ার উপরিভাগে এমন একটি আচ্ছাদন (যা laser এর মাধ্যমে সৃষ্টি করা হয়) সৃষ্টি করা হয় বা কর্নিয়াকে reshape করা হয় যাতে আলো সঠিক ভাবে রেটিনায় প্রতিফলিত হতে পারে।
কর্নিয়াঃ কর্নিয়া হলো চোখের এমন একটি অংশ যেখানে আলো পড়ে এবং দর্শনের অনুভূতি জন্মায় ।
 রেটিনাঃ রেটিনা হল এমন কতগুলো কোষের সমষ্টি যা আলোকে (Optical Signal) বৈদ্যুতিক সংকেতে পরিনত করে কোন বস্তুর সঠিক অবস্থান সম্পর্কে মস্তিষ্ককে   জানতে সাহায্য করে ।
Share:

Friday, January 10, 2014

PDF format - মানবদেহের এনসাইক্লোপিডিয়া ডাউনলোড করুন

✩✫✬✭★✩✫✬✭★✩✫✬✭★✩✫✬✭★

মানবদেহের এনসাইক্লোপিডিয়াঃ DownLoad link 

সৃষ্টিকর্তার সবচেয়ে রহস্যময় ও জটিল সৃষ্টি হচ্ছে আমাদের এই মানব দেহ ...

 

Share:

Wednesday, January 8, 2014

BMDC - এক নজরে দেখে নিন বি এম ডি সি অনুমোদিত মেডিকেল কলেজ সমূহ

The Bangladesh Medical and Dental Council (BM&DC) was formed under the Bangladesh Medical Council Act. This act was made in 1973, hence it is also called 1973 Act of Bangladesh Medical Council.

It is located in the capital of BangladeshDhaka in Bijoy Nagor. Its function is to give registration to medical and dental graduates to practice medicine and dentistry in Bangladesh. It also recognize the medical and dental education specially the graduation and the post graduation education in medical and dental science that are permit to recognized practice inBangladesh.
Share:

Tuesday, January 7, 2014

Rheumatic Fever-শিশুর বাতের রোগীর চিকিৎসায় নতুন দিশা==

রিউম্যাটিক ডিস-অর্ডার বা বাত যেকোনো রোগীর জন্য কষ্টকর৷ সঠিক সময় রোগ শনাক্ত করতে না পারলে সারা জীবন ধরে এর থেকে নিষ্কৃতি নেই৷ জার্মানির একটি ক্লিনিক পূর্ব ইউরোপের অনেক শিশুর মুখে আবার হাসি ফোটানোর চেষ্টা করে চলেছে৷
Share:

Sunday, January 5, 2014

Blood Bank in Dhaka- জরুরী রক্ত সরবরাহ

  
Blood Bank in Dhaka  
      
1. Mukti Blood & Pathology
Phone: 8624249
Fax: 8624249


Share:

Diagnostic Centers in Dhaka



    Diagnostic Centers in Dhaka

1. Popular Diagnostic Cernter
  • Dhanmondi:
    House 11/A, Road 2, Dhanmondi R/A, Dhaka 1205
    Phone: 9669480, 9661491-3
    Fax: 028611635
Share:

Ambulance Service - এ্যাম্বুলেন্স সার্ভিস যোগাযোগ

 
  
Ambulance Service      Aøw¹ÖËlëo owxhêo
   Ambulance Services
            In Dhaka

=================
1. Ad-Din Hospital
Phone: 9362929

2. Al-Markazul Islami Ambulance Service
Phone: 9127867, 8114980
3. 


Share:

Saturday, January 4, 2014

Government medical colleges

Government medical colleges 

Updated Government and Private Medical Colleges list at
  1. Armed Forces Medical College
  2. Bangabandhu Sheikh Mujib Medical University
  3. Dhaka Medical College                
Share:

Bangladesh Medical College


Bangladesh Medical College (BMC) is the first private medical college in Bangladesh. It was established in 1986 by a group of dedicated people called the founder members who were imbued with the ideals of providing quality medical education,
Share:

নিয়ে নিন সেই বিখ্যাত গ্রে-স এনাটমি ( GRAYs Anatomy)

  • মেডিকেল সায়েন্সের বই  কার  ভাল লাগে
  •  তবু জানার জন্য পড়তে হয়,  
  • মেডিকেল  সায়েন্সের  আসল  হল  এ্যানাটমি , যে এনাটমি  বুঝবে না 
     তার  মেডিকেলের  নলেজ ভাল হবে না।


    আর যে  বইটি  দিয়ে মেডিকেল সায়েন্সের শুরু সেই বইটি আজ আপনাদের  কে দিবো ।
     যাই হোক  নিয়ে নিন  সেই বিখ্যাত গ্রে-স  এনাটমি
Share:

Friday, January 3, 2014

অবাক নয় সত্যি ঘটনা !! নিজের অপারেশন নিজেই করেছিলো সার্জন Leonid Rogozov ।।

আজ থেকে ৫২বছর পূর্বে অর্থাৎ ১৯৬১ সালের 

একজন চিকিৎসকের ঘটনা শুনাব আপনাদের।


২৭ বছর বয়সী ভদ্রলোকের নাম হল Leonid Rogozov।

তিনি এন্টার্কটিকা মহাদেশ অভিযানের সময় তার দলের একমাত্র surgeon ছিলেন।

অভিযানের সময়ে হঠাৎ তীব্র ব্যথা অনুভব করেন এবং তার সাথে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়েছিলেন।

Share:

Blog Archive

Definition List

Unordered List

Support

সকল