Download

Download most essential Medical books

Doctors

Doctor Details

News

details

Doctors Chamber>

Doctors Chamber address

Everything

Everything

Saturday, November 7, 2015

দোস্ত ডাঃ মেজবাহ উদ্দিন এ যেন আমদের মেডিসিনের ডেভিডসন ..


দোস্ত ডাঃ মেজবাহ উদ্দিন এ যেন আমদের মেডিসিনের ডেভিডসন ...

মেডিকেল হোস্টেল লাইফের শুরুতেই আমার সীটের পাশেই ছিলো তার সীট  ,
বয়েজ হোস্টেলে সীট খালি না থাকায়
আমি মেজবাহ , হাসান , আরেফিন  তিন জনের রুমে ৪ জন অনেক কষ্টে  কাটিয়েছিলাম প্রায় দেড় বছর ।
মেজবাহ কি পরিমাণ ধৈর্য্যশীল ও পড়ুয়া  তা ভাষায় প্রকাশ করা যাবে না ।
কি দিন কি রাত পড়া আর পড়া  !
১ম বছর মেডিকেল লাইফের শুরুটা কষ্টের হলেও
তারপর যে সাফল্যের যাত্রা শুরু হলো তা আর থেমে নেই ,
এক চান্সে সব প্রফেশনাল পরীক্ষা পাশ করার পর ,
২০১৫ সালের জানুয়ারীতে
এফসিপিএস মেডিসিন
অক্টোবরে এমআরসিপি  ,
 নভেম্বরে  এমডি - ইন্টারনাল মেডিসিন ।

দোস্ত কাহাকে বলে ?

সম্প্রতি  ঘটনা -১
আগস্ট মাসে বিভিন্ন ডিগ্রীর জন্য দিন-রাত পড়াশুনা করছেন ডাঃমেজবাহ ,
তখন ঢাকায় খালার বাড়িতে নতুন মেহমান আসাতে বেড়াতে গেলাম মা আর আমি ।
শত ব্যস্ততা ও পরীক্ষার প্রস্তুতির ফাঁকে  স্কয়ার হাসপাতালে দেখা করতে আসলো দোস্ত ডাঃ মেজবাহ ।
আম্মু আর খালা- খালুর সাথে দোস্তের পরিচয় করিয়ে দিলাম ।

দোস্ত বললো সামনে এমআরসিপি পরীক্ষা দোয়া করিস ।

ছোট খালা তো মেজবাহ নাম শুনলেই  কান্না করে ফেলে ,
কারণ , ছোট খালার ছোট ছেলের নাম ছিলো মেজবাহ ,
সে মাত্র ৯ মাস বয়সে  পলি সিস্টিক কিডিনী ডিজিজের কারণে
 সবাইকে কাঁদিয়ে পৃথিবী ছেড়ে চলে যান ।
ছোট খালু এফবিসিসিআই এর মেম্বার
 ওনাকে বললাম
আমার এই বন্ধু  কয়েক বছর পর
 স্কয়ারের মত নামীদামী হাসপাতালের নামকরা চিকিতসক হবে ।

এবং ঘটনা সত্যি হতে চলছে ...।


ঘটনা - ২

অক্টোবরে
এমআরসিপি রেজাল্টের কিছুদিন আগে
সবাই যখন ঢাকা থেকে খাগড়াছড়ির সাজেক যাচ্ছিলেন - তখন  দোস্ত ডাঃমেজবাহ
আসলো আমি আর ডাঃ হাসানের সাথে দেখা করতে  সিএসসিআর  হাসপাতালে ।
দেখা করেই সকালে সাজেক গেলেন একা অন্যান্যদের সাথে যোগ দিতে ।

ঘটনা -৩

কিছুদিন আগে  এফসিপিএস এর ব্যাপারে তার সাথে আমি কথা বলেছিলাম ,
সে আমাকে বললো - দোস্ত ৬ তারিখ এমডি পরীক্ষা দোয়া করিস ,
পরীক্ষা শেষে আমি সবরকমের সাহায্য করবো ।

 এবং গতকাল মেজবাহ সফলতার শীর্ষে নাম লিখালো ...
একবছরেই দেশি - বিদেশী  তিন তিনটা বড় ডিগ্রীতে চান্স হয়ে গেলো  -
 তাও আবার সব মেডিসিনে  ঢাকা মেডিকেল কলেজে ও লন্ডনে ।

আজকে ,
ঘুম থেকে উঠে এক বন্ধু জিজ্ঞেস করলো ,
তোমার এমআরসিপি বন্ধুর খবর কি ?
রেজাল্ট  জানি না ,
তবে এটা শিওর  কারো যদি এমডি হয় তার হবেই  ।
আল্লাহ - সকালে তাই শুনালো ...
সফলতার শীর্ষচূড়ায় বন্ধু ...

চিটাগাং থেকে ঢাকায় গেলে আমি যে বন্ধুর নাম ঝপি ..
সেই ডাঃ মেজবাহ ...
এতটা সহজ , সরল  , সহনশীল ও বিশ্বস্থ  বন্ধু এ  যুগে পাওয়া দুষ্কর  !

এ রকম গর্ব করার মত বন্ধু কজনের কপালে জুটে ...?
দোস্ত তোমার ক্রমাগত সফলতায় আমরা গর্বিত !

ডিগ্রীগুলো সম্পন্ন হলে  ভিজিটিং কার্ডে লেখার জায়গা সংকট হবে...

Dr.Misbah Uddin
MRCP (UK)
FCPS ( Medicine)
MD ( Internal Medicine )
MBBS


Share:

Definition List

Unordered List

Support

সকল