Monday, January 13, 2014

Cancer - ছ'দিনে সেরে উঠবে ক্যান্সার।

ছ'দিনে সেরে উঠবে ক্যান্সার।
 লন্ডনের বিজ্ঞানীরা এমন একটি ওষুধ বানাচ্ছেন, 

যার প্রয়োগে মাত্র ছয় দিনে ক্যান্সার ঠিক হয়ে যাবে। বৃটেনের বিজ্ঞানীদের তৈরি একটি ওষুধ মাত্র ৬ দিনের মধ্যে ইঁদুরের প্যানক্রিয়াটিক ক্যান্সার সারিয়ে তোলে। মনে করা হচ্ছে, এক দশকের মধ্যেই এই ওষুধ মানুষের ব্যবহারোপযোগী করে তোলা যাবে।



ক্যান্সারের কোষের আশপাশে একটি স্তর থাকে যা তাদের রক্ষা করে। এই ওষুধ প্রথমে ওই স্তরকে শেষ করে, তার পর প্যানক্রিয়াটিক ক্যান্সারে আক্রমণ করে। অবশ্য গবেষকদের ধারণা অন্য ক্যান্সারের ক্ষেত্রে এই ওষুধ ততটা প্রভাবশালী প্রমাণিত হয়নি।

ক্যান্সার রিসার্চ ইউকে ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এই ওষুধ বানিয়েছেন। এর নাম এএমডি৩১০০ বা পলিরিক্সফর রাখা হয়েছে। মুখ্য গবেষক ডগলাস ফিরোন বলেন, 'ক্যান্সার কোষের বাড়বাড়ন্ত রুখতে শরীরও নিজের মতো করে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। এই স্বাভাবিক পদ্ধতিতেই সলিড টিউমার নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আমরা এই বিষয়টিকে ক্যান্সার প্রতিরোধের জন্য অগ্রাধিকার দিচ্ছি। শুধু অগ্ন্যাশয়ের ক্যান্সারই নয়, ডিম্বাশয় বা ফুসফুসের ক্যান্সারও এ ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। কারণ, এ সবকটি ক্ষেত্রেই ক্যান্সার কোষগুলি মোটামুটি এক গোত্রের।'

বছরের শেষের দিকে মানুষের ওপর এই ওষুধের প্রয়োগের সম্ভাবনা রয়েছে।–সংবাদ সংস্থা।
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support

সকল