Friday, January 3, 2014

অবাক নয় সত্যি ঘটনা !! নিজের অপারেশন নিজেই করেছিলো সার্জন Leonid Rogozov ।।

আজ থেকে ৫২বছর পূর্বে অর্থাৎ ১৯৬১ সালের 

একজন চিকিৎসকের ঘটনা শুনাব আপনাদের।


২৭ বছর বয়সী ভদ্রলোকের নাম হল Leonid Rogozov।

তিনি এন্টার্কটিকা মহাদেশ অভিযানের সময় তার দলের একমাত্র surgeon ছিলেন।

অভিযানের সময়ে হঠাৎ তীব্র ব্যথা অনুভব করেন এবং তার সাথে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়েছিলেন।


 তখন তিনি নিজেই নিজেকে পরীক্ষা করলেন এবং বুঝতে পারলেন তার appendicitis (inflammation of appendix) হয়েছে।

 আমরা জানি appendicitis হওয়ার পর অপারেশান(appendisectomy) করতে হয় যদি সময়মত

 অপারেশান না করা হয় তাহলে appendicular lump,abscess এমনকি burst হতে পারে। 

তাই তিনি এই জটিলতার কথা চিন্তা করে চেতনানাশক (local anesthesia) ব্যবহারের মাধ্যমে নিজেই নিজের অপারেশন সম্পন্ন করেন।যাতে তাঁকে An engineer and a meteorologist সাহায্য করেছিলেন।


আমরা অনেক সময় অনেক কাজের জন্য প্রস্তুত থাকি না। 

সময় এবং পরিস্থিতি আমাদের অনেক কাজ করতে বাধ্য করে।

আর মনে জোর থাকলে আমরা অনেক কঠিন কাজকেও অনেক সহজ ভাবে করতে পারিআমরা অনেক সময় অনেক কাজের জন্য প্রস্তুত থাকি না।

 সময় এবং পরিস্থিতি আমাদের অনেক কাজ করতে বাধ্য করে।

আর মনে জোর থাকলে আমরা অনেক কঠিন কাজকেও অনেক সহজ ভাবে করতে পারি

Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support

সকল