Friday, May 19, 2017

চিকিৎসকদের পথপ্রদর্শক মানবতার মহান সেবক অধ্যাপক ডা: এ বি এম আবদুল্লাহ স্যারের কথা বলছি!






ডাঃ এ বি এম আব্দুল্লাহ্

বিভাগীয় প্রধান,মেডিসিন,বি এস এম এম ইউ.

ডিন,মেডিসিন ফ্যাকাল্টি,বি এস এম এম ইউ.

বাংলাদেশের অন্যতম সেরা মেডিসিন বিশেষজ্ঞ ও একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক।

এই আব্দুল্লাহ্ স্যার সিংগাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে না বসে শুধু দেশকে ভালোবেসে

বাংলাদেশেই থেকে গেছেন। বি এস এম এম ইউ'তে যতক্ষণ অবস্থান করেন ফ্রি রোগী দেখেন।

বি এস এম এম ইউ'র বাইরে তিনি ভিজিট ২০০০ টাকা না নিয়ে মাত্র ৩০০ টাকা রাখেন,

শুধু বাংলাদেশের গরীব মানুষদের কথা চিন্তা করে।

তার লেখা মেডিসিনের শর্ট কেস বই পড়ে এম বি বি এস লেভেলে

সমস্ত পৃথিবীর মেডিকেল শিক্ষার্থীরা এম বি বি এস পাশ করে।

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী  Acute Myeloblastic Leukemia with pneumonia তে

আক্রান্ত হয়ে মারা গেল,মৃত্যুইই ছিল তার অবধারিত গন্তব্য,

সে যদি আমেরিকাতেও চিকিৎসা নিত,মৃত্যু থেকে তাকে ফেরানো যেত না....

স্যার ভুল করেছেন এদেশে থেকে গিয়ে,

এদেশের মানুষ আপনার মত উচুমানের ডাক্তার তথা মানুষের মূল্য দেয়ার যোগ্যতা রাখেনা....

এর চেয়ে ভালো করতেন যদি আপনি বিদেশের হাসপাতালে চিকিৎসা দিতেন।

 সমস্ত পৃথিবীর মানুষ আপনার দ্বারা উপকৃত হত, ১০০০-২০০০ ডলার ভিজিট রাখতে পারতেন।

 আপনার অধীনে চিকিৎসারত অবস্থায় কেউ মারা গেলে সবাই বলতো পৃথিবীর সর্বোচ্চ জায়গায়

 চিকিৎসা করিয়েও যেহেতু রোগী বাচেনি,এই রোগীকে আর কোনভাবেই বাচানো যেতনা....

জীবনে অনেক বড় ভুল করেছেন এদেশকে ভালোবেসে,

এদেশে থেকে গিয়ে,এদেশের মানুষকে সেবা দিয়ে....





লেখা : ডা:মোহাম্মদ টিপু সুলতান







----------------------------------======---------------------------------------------------


Share:

0 comments:

Post a Comment

Definition List

Unordered List

Support

সকল