Saturday, January 2, 2016

কবে হবে সন্ত্রাস নির্মূল! কবে হবে চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মস্থল ?


বর্তমান বাংলাদেশে সবচেয়ে অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ পেশার নাম কি জানেন?
ডাক্তারী পেশা!!
প্রতিদিন যে হারে সন্ত্রাসীদের দ্বারা চিকিৎসকেরা আহত,  নিহত হচ্ছেন!
পরিসংখ্যান তাই বলে।
সম্প্রতি ,বিশ্বখ্যাত অধ্যাপক ডাঃ এবিএম আবদুল্লাহ স্যারকে মিথ্যা মামলায় আসামী করা হলো !
সেন্ট্রাল হাসপাতালে ভাংচুর হলো,
 ডা: তপু কে কিডন্যাপ করা হলো,
এর আগে ডা: মুরাদ ভাইকে ঠান্ডা মাথায় খুন করা হলো,
ডা: শামস ভাইকে মারাত্নক জখম করে জীবন সংকটাপন্ন করা হলো,
 ডা: সাজিয়া আপু খুন করা হলো!
আর কত!! "

চিকিৎসকেরা জীবনের সমস্ত মেধা,  শ্রম  ও সময় সব উজাড় করে মানুষের তরে , অকাতরে নিজেদের বিলিয়ে দিয়ে যাচ্ছেন,
তারই ফল কি ?
এমন নিত্য নৈমিত্তিক লোমহর্ষক ঘটনা!!

 এভাবে চলতে থাকলে,
মনে হয় অদূর ভবিষ্যতে ডাক্তারী পেশা যাদুঘরে চলে যাবে।

কিংবা কেউ ডাক্তারী পাশ করেও
পেশায় কর্মরত থাকবেন না,
হয়তো ডাক্তার পরিচয় অজ্ঞাত রেখে সমাজে চলবেন।

এ পেশায় যারা কর্মরত আছেন,
তাদেরকে অদূর ভবিষ্যতে বেশ কিছু ত্যাগ  মেনে নিয়ে কাজ করতে হতে পারে,

এ পেশার যে কেউ অপহরণের শিকার হতে পারেন!
আপনার পরিবারের উপর সন্ত্রাসীরা আঘাত হানতে পারে,
যে কেউ  সন্ত্রাস দ্বারা জখম হতে পারেন,
এমন কি মৃত্যুও ঘটতে পারে ।

সিদ্ধান্ত আপনার!

মেধা, শ্রম ও সময় সব যখন বিসর্জন দিতে পেরেছেন,
জীবনটা  বাকি রাখবেন কেন?
সন্ত্রাসীরা তো  আপনার জীবন ছিনিয়ে নিয়ে নেয়ার জন্য উত পেতে আছে !!

কবে হবে সন্ত্রাস নির্মূল!
কবে হবে চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মস্থল

--- ডাঃ স্বাধীন





-------------------------------------
Share:

0 comments:

Post a Comment

Definition List

Unordered List

Support

সকল