Wednesday, September 23, 2015

শহীদ ডা: ফজলে রাব্বী চিকিতসক সমাজের গর্ব, বাংলাদেশের অহংকার


শহীদ ডা: ফজলে রাব্বী চিকিতসক সমাজের গর্ব, বাংলাদেশের অহংকার।
ডা: ফজলে রাব্বী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে শহীদ হন,
১৯৩২ সালের ২২শে সেপ্টেম্বর এই মহান চিকিতসক পাবনা জেলার ছাতিয়ানী গ্রামে জন্ম গ্রহণ করেন।
তিনি ১৯৫৫ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এম.বি.বি.এস  ফাইনাল পরীক্ষায় ১ম স্থান অধিকার করেন,
এবং ঢাকা বিশ্ববিদ্যালয়  থেকে স্বর্ণ পদক লাভ  করেন,
১৯৫৬ সাল পর্যন্ত তিনি ডিএমসি হাসপাতালে ইন্টার্ন  চিকিতসক হিসেবে কর্মরত ছিলেন।
১৯৬০ সালে যুক্তরাজ্যের  এডিনবরা  থেকে এম আর সি পি  ডিগ্রী  লাভ করেন,   এর তিন বছর  পর তিনি ডিএমসি তে  মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন,
১৯৬৮ সালে, তিনি একই সংগে মেডিসিন ও হৃদরোগ বিভাগে অধ্যাপনা করেন।
অধ্যাপনা ও চিকিতসা পেশার পাশাপাশি তিনি  গবেষনার কাজও করতেন,   ল্যানসেট  ও  ব্রিটিশ মেডিকেল জার্নাল সাময়িকীতে উনার প্রচুর গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
এই মহান চিকিতসক  ১৯৫২ এর ভাষা আন্দোলনে সক্রিয় ছিলেন,
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অসামান্য ভূমিকা পালন করেন।
বাংলাদেশ স্বাধীন হওয়ার ১ দিন পূর্বে ১৫ই ডিসেম্বর  বিকেলে পাক হানা বাহিনীর সেনা ও রাজাকার - আলবদরেরা ডা: ফজলে রাব্বী কে  সিদ্ধেশ্বরীর বাসভবন থেকে তুলে নিয়ে যায়,  এবং নির্মমভাবে হত্যা করে ।
১৮ই ডিসেম্বর ডা: ফজলে রাব্বীর ক্ষত  বিক্ষত মৃতদেহ রায়েরবাজার বধ্যভূমি থেকে উদ্ধার করা হয়  ।

পাকিস্তানি জানোয়ারেরা  অগনিত
মানুষ হত্যা করে, পালিয়ে যাবার সময়
আমাদের দেশের  সূর্যসন্তানদেরও নির্মমভাবে হত্যা করেন  ।

জাতিকে মেধাশূন্য করার জন্যই
পাক হানাদারেরা পরকল্পিতভাবে
দেশের জ্ঞানী গুনীদের হত্যা করেছিলো।
সে সব জ্ঞানী গুনীদের ঘাটতি
জাতি কোনোদিন পূরণ করতে পারে পারবে না।
পাকিস্তানি  বর্বর জাতি বাংলাদেশী নিরীহ ও মেধাবীদের উপর যে নির্মম হত্যাকান্ড ঘটিয়েছে , তার
কৃত অপকর্মের কুফল  তারা আজো ভোগ করছে ,  করবে .








-------------------------------------











---ডাক্তার বন্ধুদের  জন্য  SMART PHYSICIAN  ... 



বিএমডিসি রেজিষ্টার্ড ডাক্তারদের জন্য AFC Health দিচ্ছে
Unlimited REWARD BONUS.
SMART PHYSICIAN   এ Sign Up   করলেই 

রিওয়ার্ড বোনাস  হাজার থেকে লক্ষাধিক টাকা
 Sign Up





( কোনো Registration চার্জ নেই  )
প্রচারণার জন্য কোম্পানি ডাক্তারদের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ রেখেছেন।
দেরি না করে রেজিস্ট্রেশন করুন

SMART PHYSICIAN  Sign UP Link  Click Here     
    
                        FreeSign Up Link  



 sign Up link

  ডাক্তার বন্ধুদের SMART PHYSICIAN   
এখান                              থেকে  

নির্দেশনা মেনে BMDC Registration No ও ইচ্ছেমত পাসওয়ার্ড Sign Up  সম্পন্ন  করতে  বলুন  ।

               Free Sign Up Link 





 Register
                                                      
                     Freeরেজিষ্ট্রেশন লিংক
     

সম্পূর্ণ টাকা AFC Health  প্রতিনিধি রেজিষ্টার্ডভুক্ত চিকিতসকের হাতে পৌছে দিবেন ,

অথবা কেউ চাইলে ফ্রি হোম ডেলিভারী সুবিধাওসহ অনলাইন থেকে ঔষুধ
 ও কনজুম্যার পন্য ক্রয় করতে পারবেন !

এছাড়াও SMART PHYSICIAN এ্যাপসের মাধ্যমে 

বাংলাদেশে প্রাপ্ত সকল ঔষুধের বিবরণি জানতে পারবেন।



 Smart Physician

 SMART PHYSICIAN Sign Up  



Sign Up করার সাথে সাথে মোবাইল নাম্বারে
এ রকম একটি মেসেজ আসবে!

Registration successfull. We shall contact you soon to verify your account. Thank you.

 এবং, ২৪ ঘন্টার মধ্যে AFC প্রতিনিধি  কল করে
আপনার একাউন্ট ভেরিফাই করে দিবে
মেসেজ আসবে,
 Dear sir, your account has been successfully verified. Now you can use all of our Smart Physycian features. Thank you.

তারপর,  এ্যাপস এ গিয়ে  Analytics   অপশনে APPLY Coupon  এ   CODE লিখুন । এরকম মেসেজ আসবে..



Congratulations! You have successfully received BDT. 1000 as Smart Physician Opening Offer. Thank you.


                                                      Sign Up Link

 Sign UP


কোড জানা না থাকলে ইনবক্স করুন।

যারা আমার ব্লগ থেকে সাইন আপ করেছেন তাদের কুপন কোড হলো  CTG1000



                            Consumer Product Order Proof

                   

     
                            কোনো সমস্যা হলে  ইনবক্স করুন।



বিস্তারিত....






 3000

যারা সাইন আপ করেছেন   তারা


মোবাইল নাম্বার ও Password দিয়ে সাইন ইন করুন !












পরবর্তিতে আপনার চেম্বার এ্যাড্রেস  আপডেট করে দিবেন ।













                   ডাক্তার বন্ধুদের SMART PHYSICIAN   



এখান                              থেকে  

নির্দেশনা মেনে রেজিষ্ট্রেশন সম্পন্ন  করতে  বলুন  ।



               Sign Up Link











Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support

সকল