Saturday, February 21, 2015

শবে কদরের রাত -১টা বাজে , চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে

শবে কদরের রাত -১টা বাজে ,
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালের
২ তলার সিড়িতে দাঁড়িয়ে কাদঁছিলেন
পঞ্চাশোর্ধ বোরকা পড়া এক মহিলা ।
কান্নার কারণ একটাই -





সকাল থেকে টাকার অভাবে ঔষুধ কেনা হয় নি তার !!!
ঠিক ঐ সময় মসজিদ থেকে নামাজ পড়ে
নাইট ডিউটিতে ওয়ার্ডে যাচ্ছিলেন
এক তরুন ডাক্তার ।
সিঁড়ি বেয়ে উঠার সময় ক্রন্দনরত
ঐ মহিলা তরুন ডাক্তারের কাছে ,
ঔষুধ কেনার জন্য কিছু টাকা চাইলেন ।

ডাক্তার মহিলাটিকে ঔষধের প্রেসক্রিপশন দিতে বললেন ।

ডাক্তার প্রেসক্রিপশন নিয়ে সোজা হাসপাতালের,
নীচের ফার্মেসীতে গিয়ে ঔষধগুলো কিনলেন ।

কিনে ঔষুধগুলো মহিলার হাতে দিলেন ,
এবং নিয়মিত ঔষধ সেবনের পরামর্শ দিলেন ।

ক্রন্দনরত মহিলাটি ঔষধ হাতে পাওয়ার পর ,
তরুন ডাক্তারের দিকে তাকিয়ে ,
" আল্লাহ তোমায় বাঁচিয়ে রাখুক " বলে চলে গেলেন ।
তরুন ডাক্তারটি কে বলতে পারেন ????
তিনি...
আর কেউ নন !!!
আপনাদের মত সাধারণ একজন ।



ডাঃ স্বাধীন         ফেসবুকে আমি 

রেডিওমুন্নাতে মা কবিতাটি শেয়ার করা হয়েছে  লিংক - প্রায় ৩৭ হাজার লাইক - 

https://www.facebook.com/Rmbds/photos/a.753043144714290.1073741829.752597858092152/1235423796476220/?type=1&pnref=story
Share:

0 comments:

Post a Comment

Definition List

Unordered List

Support

সকল