
ভোর ৫ টায় দরজার ঠক,
ঠক শব্দে ঘুম ভাংলো ।
দরজা খুলে দেখি দিদি (নার্স)
ডাকছেন " দাদা ৬ নং বেডের রোগীটা একটু দেখেন তো, মনে হয় মারা গেছে ,
কথা শুনেই " বিপি মেশিন আর স্টেথো নিয়ে দৌড়ে গেলাম ।
আর এক্সামিনেশন করে শিউর হলাম,
পেশেন্ট এক্সপায়ার করেছেন ...